ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ফখরুল-কুক বৈঠক

যৌক্তিক সময়েই নির্বাচন আয়োজনের দাবি বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৬ আগস্ট ২০২৪

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় যৌক্তিক সময়েই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার (২৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার ক্যাথরিন কুক সাক্ষাৎ করতে এলে এমনটা জানানো হয়।

সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে কবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী হবে তা জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার ক্যাথরিন কুক। জবাবে দলের পক্ষ থেকে জানানো হয়, যৌক্তিক সময়েই নির্বাচন চায় বিএনপি। এ সময় যুক্তরাজ্য শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান ক্যাথরিন।
 
বৈঠকে জাতিসংঘের তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার কাজ পরিচালিত হবে বলে আশাবাদ জানানো হয়।
 
বৈঠকে বিগত সরকারের পাচার করা টাকা দেশে ফেরত আনতে সহযোগিতারও আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার।
 
এর আগে, বিকেল ৪টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছাড়াও শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি