ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে, এবং তাদের নির্বাচনী প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে ‘মাথাল’।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধনের প্রজ্ঞাপন এবং নির্বাচনী প্রতীক হস্তান্তর করে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ সাকি ইসি সচিব শফিউল আজিমের কাছ থেকে নিবন্ধনের কপি গ্রহণ করেন।

গণসংহতি আন্দোলন ২০১৭ সালের ২৮ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। কিন্তু নির্বাচন কমিশন তা অগ্রাহ্য করলে, জোনায়েদ সাকি দলটির পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন। ২০১৯ সালের ১১ এপ্রিল, হাইকোর্ট ৩০ দিনের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে নির্দেশ দেয়। নির্বাচন কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পদত্যাগের প্রেক্ষাপটে ইসি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং দলটির নিবন্ধন নিশ্চিত করে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি