ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

শেখ হাসিনার অপকর্মের বিচার প্রচলিত আইনেই হবে: জামায়াত আমির

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১০, ২১ সেপ্টেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, দেশের সংস্কার আনতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল অপকর্মের বিচার প্রচলিত আইনেই হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রোকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ডাঃ শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন হাতে না তুলে নেয়ার কথা বলা হয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। 

আন্দোলনের মধ্যে দিয়ে সদ্য দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, আপনি দেশে ফিরে এসে মামলা মোকাবেলা করুন। আপনি নিজেই তো এতদিন বলেছেন দেশের বিচার বিভাগ ও আইন স্বাধীন। 

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনূর আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জামায়াত ইসলামির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি