ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৯ অক্টোবর ২০২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটির কাছে ২ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অর্থ হস্তন্তর করা হয়।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ড থেকে এই অনুদান দেওয়া হয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, যেকোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন, অথচ বিনা কারণে গত ছয় বছর তাকে জনগণ থেকে দূরে রাখা হয়েছে। খালেদা জিয়া সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান দলটির মহাসচিব।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি