ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাতীয় সরকার গঠন করা যায়নি একটি বড় দলের কারণে: আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ২১:১৪, ২৬ অক্টোবর ২০২৪

বাংলাদেশে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনে এবং ফ্যাসিবাদের সর্বশেষ আইকনকে সরানোর ক্ষেত্রে দেশের প্রমিনেন্ট দলের কোনো সহায়তা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (২৬ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, "৮ দিবস বাতিল কিংবা ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো রাজনৈতিক সিদ্ধান্তও এই উপদেষ্টা পরিষদ অকপটে নিয়েছে, যাদেরকে অনেকেই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না বলে অপবাদ দিচ্ছেন।

অন্যদিকে প্রমিনেন্ট রাজনৈতিক দলকেও আওয়ামী লীগের অ্যাডভোকেসি করতে দেখা গেছে, ফ্যাসিবাদের সর্বশেষ আইকনকে সরানোর ক্ষেত্রেও অনীহা দেখা গেছে।"

তবে ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস হবে না জানিয়ে তিনি পোস্টে আরও লিখেন, "আমরা রক্ত মারিয়ে সংলাপ কিংবা সমঝোতায় যাওয়ার মতো ধৃষ্টতা আগেও দেখাইনি, ভবিষ্যতেও দেখাবো না।

এক পা এগিয়ে দুই পা পেছানোর মতো আপসকামী মনোভাব রাখলে আজকের বাংলাদেশ পেতাম না। ব্যক্তিগত, সমষ্টিগত ক্ষোভ থাকতে পারে। সেটা নিয়ে আলোচনা হোক, পাবলিক প্ল্যাটফর্মে কাউকে বিব্রত করা কিংবা তা করতে গিয়ে নিজেকে খেলো করা দুঃখজনক।"

জাতীয় অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রেও দেশের প্রমিনেন্ট দল থেকে সহায়তা মেলেনি বলেও অভিযোগ করেন তিনি।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি