পাকিস্তানের হারে সুবিধাজনক স্থানে বাংলাদেশ
প্রকাশিত : ১৬:০৩, ২৭ জানুয়ারি ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১২৭ রানের জয় পেয়েছিল পাকিস্তান। তবে সোমবার (২৭ জানুয়ারি) শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১২০ রানের হার দেখে শান মাসুদের দল। ৩৪ বছর পর ঘরের মাঠে হার দেখল দলটি। পাকিস্তানের জন্য ব্যাপারটি অস্বস্তিকর হলেও বাংলাদেশের জন্য বয়ে এনেছে স্বস্তির বার্তা।
পাকিস্তানের হারে নিশ্চিত হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে সপ্তম স্থানে থেকেই শেষ করছে বাংলাদেশ। আগের চক্রে যেখানে নয় দলের মধ্যে নবম হয়ে যাত্রা শেষ করে লাল-সবুজ জার্সিধারীরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশের পরের দুই স্থানে সদ্য সিরিজ শেষ করা পাকিস্তান ও উইন্ডিজ। এই দুই দলের যেকোনো একটি সিরিজ জিতলেই শঙ্কায় পড়ত বাংলাদেশের সপ্তম স্থান। ১-১ সমতায় সিরিজ শেষ হওয়ায় তাই বাংলাদেশ শিবিরে স্বস্তির নিঃশ্বাস।
যদিও এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ হয়নি। তবে বাংলাদেশ, পাকিস্তান ও উইন্ডিজের ম্যাচ আর নেই। আগামী বুধবার থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলংকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের ম্যাচ শেষ সেখানেই। আগামী জুনে লর্ডসে খোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা।
পয়েন্টের শতাংশের ভিত্তিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর পয়েন্ট টেবিল নির্ধারিত হয়। প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট, ড্র করলে ৬ পয়েন্ট। ১২ ম্যাচে বাংলাদেশের শতকরা পয়েন্ট ৩১.২৫। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের শতকরা পয়েন্ট ২৮.২১ ও ২৭.৯৮ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে এবারের চক্র শেষ করল পাকিস্তান।
এসএস//
আরও পড়ুন