ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘নানা তালবাহানায় গণতন্ত্র ও নির্বাচন দূরে সরে যাচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সব বাধা ও ষড়যন্ত্র দূর করতে ও তাদের প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। সরকার সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করি।

নানা তালবাহানায় গণতন্ত্র এবং নির্বাচন দূরে সরে যাচ্ছে বলেও এসময় তিনি মন্তব্য করেন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা দেশের সব বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনের গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের কর্মকাণ্ড।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে। ৭২ এর সংবিধান ছুড়ে ফেলা যাবেনা, সংবিধানের দায়িত্ব জনগণের।

সংবিধান সংস্কার করার অধিকার রাখে নির্বাচিত সরকার ও জাতীয় সংসদ উল্লেখ করে হাফিজ জানান, এদেশের মানুষ গণতন্ত্র চায়।

সবশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, ৩২ নাম্বারে ঘটনার সাথে ভারতের ইন্ধন রয়েছে কিনা সেটা ভাবা দরকার।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত নির্বাচন দিতে হবে তাহলেই সকল সমস্যার সমাধান সম্ভব হবে, গণতন্ত্র এবং নির্বাচন দূরে সরে যাচ্ছে নানা তালবাহানায়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি