ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার হঠাৎ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিবছরের মতো এবারও রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করেছিল বিএনপি। কিন্তু রোববারের (৯ মার্চ) পূর্ব নির্ধারিত সেই ইফতার কর্মসূচি হঠাৎ করে স্থগিত করে দলটি।

শনিবার (৮ মার্চ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি