বিএনপির উচিত আয়নায় তাদের চেহারাটা দেখা: হানিফ
প্রকাশিত : ১৯:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
বিএনপি নেতারা প্রায়ই বলে থাকেন বর্তমান সরকার পুলিশের ওপর ভর করে টিকে আছে। বিএনপি নেতাদের করা এমন মন্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেছেন, পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা ও জনগণের জান-মাল রক্ষা করা। পুলিশ সেটাই করছে।
আজ রোববার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘যারা নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, সমাজবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে পুলিশ যখনই সোচ্চার হয় তখনই তারা এই ধরনের কথাবার্তা বলে। এটা সব দেশেই সব অপরাধী একই কথা বলে। পুলিশের কাজই হচ্ছে আইনশৃঙ্খলা ও মানুষের জান-মাল রক্ষা করা। পুলিশ সেটাই করছে।’
‘বিএনপি আজকে এই ধরনের কথা বলার আগে আয়নায় তাদের চেহারাটা দেখা উচিত তারা অতীতে ক্ষমতায় থাকতে কী করেছিল আর এখন তাদের কী কারণে এই কর্মসূচি?’ যোগ করেন হানিফ।
তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। এই রায়ে যদি তিনি সন্তুষ্ট না হোন তাহলে তিনি উচ্চ আদালতে যেতে পারেন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে কাউকে মুক্ত করার নজির কি পৃথিবীর কোথাও আছে? এটা কি আদৌ সম্ভব? তাহলে এটা সম্ভব না জেনেও যারা তথাকথিত আন্দোলনের নামে আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাদের বিরুদ্ধে যা করণীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততটুকুই করবে। এ ক্ষেত্রে পুলিশ বা সরকারকে দোষারোপ করার কোনো যৌক্তিকতা নেই।’
জেলা পুলিশ সুপার এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে আরো বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।
এসি/
আরও পড়ুন