ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

‘মেঘা প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১ মার্চ ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, মেগা প্রজেক্টগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা নিয়ে গেছে। দেশের মানুষ খুব ভালো করে জানে, কারা দুর্নীতি করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, বিএনপিকে ‘দুর্নীতিপরায়ন দল’ হিসেবে আখ্যায়িত করার পর এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, সংসদে বেশ কিছু আপত্তিকর কথা বলা হয়েছে। একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এ দল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে। আর এই দলটিকে বলা হলো দুর্নীতি পরায়ন দল। তিনি বলেন, এই কথা বলার আগে তো নিজেদের মুখ দেখতে হবে। মানুষ আপনাদের সম্পর্কে কী বলে তা শুনতে হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি