ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

সমালোচনার মুখে জাতীয় পার্টি

‘পদত্যাগ করবেন এরশাদসহ জাতীয় পার্টির মন্ত্রীগণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:০৪, ২ মার্চ ২০১৮

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে যখন দেশব্যাপী তুমুল সমালোচনা বয়ে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে দলটির চেয়ারম্যান বলছে, যে কারণে তারা আজ সমালোচিত তা শিগগিরই সূরাহা হতে যাচ্চে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার থেকে যত দ্রুত সম্ভব তিনিসহ তার দলের ৩ মন্ত্রী পদত্যাগ করবেন। আর তা খুব শিগগিরই বাস্তবায়িত হবে বলে তিনি ঘোষণা করেন।

শুক্রবার (২ মার্চ) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমি নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এ ছাড়া বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির রয়েছেন ৩ মন্ত্রী। তবে ঘোষণা করছি, খুব শিগরিই আমরা মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করবো। এ ব্যাপারে আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি। পদত্যাগ করার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

এরশাদ বলেন, ‘প্রথমত আমাদের কাউকেই মন্ত্রিসভায় নেওয়া ঠিক হয়নি। বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সংসদে এ বিষয়ে সঠিক কথাটি বলেছেন। তিনি বলেছেন, মন্ত্রিসভায় আমাদের দলের লোক থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অনেক সমালোচিত হয়েছি আমরা। এটা পুরোপুরি সত্য। তবে সরকারি দলের সঙ্গে মন্ত্রিসভায় যোগদান করার বিষয়টি ছিল রাজনৈতিক কৌশল। জার্মানিসহ অনেক দেশে এ নজির আছে। তবে আমরা আর মন্ত্রিসভায় থাকতে চাই না।’

এদিকে সরকার থেকে বেরিয়ে জাতীয় পার্টি বিএনপির সঙ্গে জোট করতে পারে এমন গুঞ্জন বিষয়ে, জাতীয় পার্টির প্রধান বলেন,বিএনপির সঙ্গে জোট করার কোন সম্ভাবনা-ই নেই। জাতীয় পার্টি অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও তিনি আশা প্রকাশ করে। এ লক্ষ্যে আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশের তারিখ ঘোষণা করেন মন্ত্রী। আগামীতে আমরা জনগণের রায় নিয়ে এককভাবে ক্ষমতায় যেতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে মহাসমাবেশের মাধ্যমে দেশের মানুষকে দেখানো আমরা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। বাকিটা সমাবেশেই বলবো।’

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি