‘নির্বাচন নিয়ে বিদেশিদের উপদেশের দরকার নেই’
প্রকাশিত : ১৪:৩২, ৩ মার্চ ২০১৮
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি পরামর্শকদের উপদেশের দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শনিবার সকালে রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজার এলাকায় ৭ মার্চের আওয়ামী লীগের জনসভা সফল করার জন্য লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান অনুযায়ী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। একটা অংশগ্রহণমূলক,অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা করবো। আমরা কারও উপদেশ, খয়রাতের দিকে তাকিয়ে নেই। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের দেশের গণতন্ত্র চলবে, নির্বাচন চলবে। কাজেই এ নিয়ে বাইরে থেকে কে চাপ দিল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।
নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোনো চাপ আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,আমরা মনে করি কেউ ধোয়া তুলসিপাতা নয়। যারা আমাদের উপদেশ দিচ্ছে তাদের দেশের গণতন্ত্রের চেহারা, তাদের দেশের নির্বাচনের চেহারা সেটা সারা দুনিয়া জানে, আমরাও জানি। কাজেই আমাদের উপদেশ দিতে হবে না।
সরকারি অর্থ ব্যবহার করে প্রধানমন্ত্রী ভোট চাইছেন এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন, তিনি আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকার ভোট চাওয়ার অধিকার প্রধানমন্ত্রীর আছে। তাতে এখানে কোনও ব্যত্যয় ঘটেনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে যাওয়ার অধিকার নির্বাচিত প্রধানমন্ত্রীর আছে, এখনও নির্বাচনের শিডিউল ঘোষণা হয়নি। এই প্রশ্নটা হতে পারে তখন, যখন নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী তিনি যেসব উন্নয়ন করেছেন সেসব নিয়ে জনগণকে অবহিত করার অধিকার প্রধানমন্ত্রীর আছে।
বিএনপির আন্দোলনের কৌশল মোকাবিলার আওয়ামী লীগ অবস্থান কি জানতে চাইলে কাদের বলেন, তাদের কৌশল সেটা তাদের ব্যপার, এটা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। তারা কি কৌশলের প্রয়োগ করবে সেটা তাদের ব্যাপার। আমরা দেখবো তাদের কৌশল যদি রাজনৈতিক হয় তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। তাদের কৌশল যদি সহিংসতার দিকে যায় তাহলে সেটার জবাবও আমাদের জানা আছে। যখন যেটা দরকার সেটাই করবো।
আরও পড়ুন