ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

মওদুদের তৎপরতা পল্টি মারার পূর্বলক্ষণ: হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ৩ মার্চ ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের ইদানিংকালের কর্ম ‘তৎপরতা’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, “মওদুদ আহমেদের সাম্প্রতিক কর্ম তৎপরতার পেছনে কোনো উদ্দেশ্য আছে। তিনি যখনই তৎপর হন তখনই একটা উদ্দেশ্য থাকে। তিনি যখনই তৎপর হয়েছেন তখনই পল্টি মেরেছেন। তিনি এখন বেশি তৎপর হয়েছেন। এটা কি পল্টি মারার পূর্বলক্ষণ কি না তা ভবিষ্যৎ বলে দেবে।”

শনিবার জাতীয় প্রেসক্লাবে `চেতনা একাত্তর` আয়োজিত `ঐতিহাসিক ৭ই মার্চ` উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মওদুদ আহমেদসহ বিএনপির আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে আইনজীবীরা মনে করেন বেগম খালেদা জিয়া জেলে থাকলে বিএনপির ভোট বাড়ে সেই আইনজীবীরা খালেদা জিয়ার মামলায় আইনি লড়াইয়ে থাকলে তাঁর জেল থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বিএনপির আইনজীবীদের অনুরোধ করেন তাঁদের নেত্রীর মুক্তির জন্য আন্তরিক ভাবে কাজ করতে।

বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রীর ভোট চাওয়াকে বেআইনি বলেছেন মওদুদ আহমেদ। এই প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নৌকা মার্কায় সারা বছরই ভোট চাওয়ার অধিকার রয়েছে। এতে আইনের লঙ্ঘন হয়নি। নির্বাচন কমিশনের নীতিরও ব্যত্যয় ঘটেনি। নির্বাচন কমিশনের নির্বাচনী তফসিল ঘোষণার পরে হলে বিএনপি প্রশ্ন তুলতে পারত।

চেতনা একাত্তরের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সাহারা বেগম কবরী প্রমুখ।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি