উস্কানি থেকে সাবধান থাকতে বলেছেন খালেদা
প্রকাশিত : ১৯:৫৪, ৭ মার্চ ২০১৮
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো ধরনের উস্কানি থেকে দলীয় নেতাকর্মীদের সাবধান থাকতে বলেছেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দিতেও সতর্ক করেছেন।
আজ বুধবার পুরান ঢাকার নাজিম উদ্দীন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির সিনিয়র নেতাদের সাক্ষাতশেষে বেগম জিয়ার উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দেশনেত্রী আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে, আমরা যেন কোন উস্কানিতে পা না দেই। পাশাপাশি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বলেছেন তিনি”।
বেগম জিয়ার উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, “ বেগম জিয়া গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে বলেছেন, তিনি ভালো আছেন। তিনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন”।
এসময় খালেদা জিয়ার সার্বিক অবস্থা এই মুহুর্তে কেমন; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশনেত্রীর মনোবল অত্যন্ত দৃঢ। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করছেন”।
কারারুদ্ধ অবস্থায়ও খালেদা জিয়া দেশের জন্য চিন্তা করছেন বলে জানান মির্জা ফখরুল।
২৮ দিন কারারুদ্ধ থাকার পর আজই প্রথম আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতাকর্মীরা দেখা করতে যান। বেলা তিনটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে কারাগারে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। এসময় তার সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিরা অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। এরপর থেকেই নাজিম উদ্দীন রোডের পুরাতন কারাগারে বন্দী জীবন পার করছেন বেগম জিয়া।
//এস এইচ এস// এআর
আরও পড়ুন