ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

পুলিশি হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই : বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ৮ মার্চ ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিএনপির কর্মসূচিতে যেসব পুলিশ সদস্য ন্যক্কারজনক হামলা চালিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে বিএনপি। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব দলের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান।

বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলার কথা থাকলেও পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটকের চেষ্টা করে। এসময় দলের সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সিনিয়র কয়েকজন নেতা পড়ে গিয়ে আহত হন। এসময় বক্তব্য রাখছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।

নির্ধারিত সময়ের ১৫মিনিট আগে বেলা পৌনে ১২টায় পণ্ড হয় বিএনপির কর্মসূচি। এ সময় ফখরুলসহ বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি ছেড়ে নিরাপদে চলে যান। পরে ফখরুল সাংবাদিকদের বলেন, বিনা উসকানিতে পুলিশ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে। অবস্থান কর্মসূচি থেকে পুলিশ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি