ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার মুক্তিতে আর বাধা নেই: মওদুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১২ মার্চ ২০১৮

হাইকোর্টের জামিনের আদেশ কারাগারে পৌঁছালে খালেদা জিয়া মুক্তি পাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।  

আজ সোমবার হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন। এরপর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মওদুদ আহমদ একথা বলেন।

তিনি বলেন, কতগুলো নিয়ম আছে, সেগুলো মেনে আদেশ কারাগারে পৌঁছালেই খালেদা জিয়া মুক্ত হবেন। শিগগিরই তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন।

মওদুদ বলেন, আজ আদালত খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন। সরকার পক্ষের ও অ্যাটর্নি জেনারেলের বিরোধিতা সত্ত্বেও আদালত জামিন আবেদন মঞ্জুর করেছেন। দুই দিনের জন্য জামিন আদেশ স্থগিত রাখতে অ্যাটর্নি জেনারেল আবেদন করেছিলেন। আদালত তা খারিজ করে দেন।

তিনি আরও বলেন, ‘নিম্ন আদালতের নথির ভিত্তিতে পেপারবুক তৈরির জন্য সময় লাগবে। এরপর খালেদা জিয়ার আপিল আবেদন বিবেচনা করা হবে।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়। তবে পরে খালেদা জিয়ার জরিমানা স্থগিত করেন হাইকোর্ট। রায়ের পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরাতন কারাগারে রাখা হয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি