ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

খালেদার উদ্দেশে নাসিম

পাপ বাপকেও ছাড়ে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ১২ মার্চ ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দণ্ড প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পাপ বাপকেও ছাড়ে না। এ পাপের জন্যই খালেদা জিয়া আজ কারাগারে। তিনি বলেন, খালেদা জিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলে গেছেন। আর আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে জেল থেকে মুক্তি পেতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’র উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘নির্বাচনকালীন সরকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন। নির্বাচন নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আমরা খালি মাঠে গোল দিতে চাই না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামী নির্বাচন করতে চাই।

তিনি বলেন, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা জয় লাভ করতে চাই। আর এ নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচনমুখী প্রতিটি দল প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএফ এর চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান মমতাজ জাহান চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আতাউর রহমান খান, মোস্তফা বাবুল, অ্যাডভোকেট এস এম ইসলাম ও মো. খালিদ হোসেন।

 

আর / এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি