রোববার বিক্ষোভ করবে বিএনপি
প্রকাশিত : ১৩:২৫, ১৫ মার্চ ২০১৮
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে পাশবিক নির্যাতনে হত্যার প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের প্রতিটি থানায় এবং সারাদশে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল করা হবে।
এছাড়া শুক্রবার ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে বাদ জুমা তার জন্য দোয়া মাহফিলের আয়োজনের কথাও জানান রিজভী।
৬ মার্চ বিএনপির মানববন্ধন শেষ করে ফেরার সময় শাহবাগ থানা পুলিশ আটক করে জাকিরকে। পরে ডিবি পুলিশের তিন দিনের রিমান্ড শেষে রোববার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।
সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে ছাত্রদল নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।
এসএইচ/
আরও পড়ুন