সরকার জনগণকে ভয় পায়: মির্জা ফখরুল
প্রকাশিত : ১৬:০৪, ১৫ মার্চ ২০১৮
আওয়ামী লীগ সরকার জনগণকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন জনগণের কষ্ট হবে। সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বুধবার সন্ধ্যায় নিহত বিএনপি নেতা জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে দেখা করতে গাজীপুরের মাজুখান গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকারকে সরকার গুরুত্ব দেয় না। তাই বেআইনিভাবে জাকির হোসেন মিলনকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়।
নিহত মিলন তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ছিলেন।
মহাসচিব বলেন, যারাই গণতন্ত্র দেখতে চায়, তাদেরই নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই এই সরকার যতোদিন থাকবে ততোদিন জনগণের কষ্ট হবে। এখন জনগণের ঐক্য প্রয়োজন।
মির্জা ফখরুল নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং নিহতের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেন।
প্রসঙ্গত, গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকির হোসেন ওরফে মিলনকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নেয়। গত শনিবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে গত সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
একে// এআর
আরও পড়ুন