ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের বিকল্প ভাবছে না বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ১৬ মার্চ ২০১৮

গণতন্ত্রের স্বার্থে বিএনপিতে নির্বাচনের বিকল্প ভাবনা নেই বলে জানিয়েছেন দলের নেতারা।

সিনিয়র নেতারা বলছেন, ৫ জানুয়ারির মত অগ্রহণযোগ্য নির্বাচন যাতে না হয়, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যহত রাখা হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলেও জানান তারা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেল ৮ই ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায়ে পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। এছাড়া, দশ বছরের দণ্ড দেয়া হয় দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে।

এই রায়ের প্রতিবাদে সমাবেশ, মানববন্ধনের মত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বিএনপি। আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্যই শান্তিপূর্ণ অবস্থানের কথা জানিয়েছে দলটি।

নেতারা বলছেন, সরকার কৌশলে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে। দলে ভাঙ্গন সৃষ্টি, সাংগঠনিক শক্তি হ্রাস, নেতাকর্মীদের গ্রেপ্তার, গুমের মাধ্যমে আতংক তৈরি করলেও, এবার দলটি নির্বাচনের পথেই থাকবে বলে জানিয়েছেন নীতি নির্ধারণী কমিটির সদস্য মওদুদ আহমদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। 

আর সরকার গণতন্ত্র ভীতিতে ভুগছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলটি যে নির্বাচনের পথেই রয়েছে, তা বোঝাতে বিভাগীয় শহরের পর জেলা শহরেও সমাবেশ করা হবে বলে জানান সিনিয়র নেতারা।

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি