ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ২১:১৫, ১৭ মার্চ ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার অধীনে অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৭ মার্চ) দুপুরে ভারতেশ্বরী হোমস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা জানান।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘নির্বাচনে এখন আর জালিয়াতি হবে না। কারণ ছবিসহ ভোটার আইডি কার্ড হওয়ায় এ সমস্যা আর হবে না। তবে কিছু জায়গায় ভোটকেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের উন্নয়শীল দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে চলতি মাসের ১৫ তারিখ আমরা একটি চিঠি পেয়েছি। ২০২৪ সাল পর্যন্ত তারা বাংলাদেশের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। আর আমরা এর মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের তালিকায় স্থান করে নেবো।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রীর বোন অধ্যাপক ড. শাহলা খাতুন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, রাজিব প্রসাদ সাহা, ডা. দুলাল চন্দ্র পোদ্দার, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন প্রমুখ।

এসি  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি