বাংলাদেশকে তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: তারানা হালিম
প্রকাশিত : ১৭:৫৮, ২০ মার্চ ২০১৮
বাংলাদেশের এলডিসি (লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার অর্জন ধরে রাখার ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, ‘সরকারকে যে তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেগুলো হলো তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে সমূলে দুর্নীতি উৎপাটন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কঠোর নজরদারি রাখা ও ইতিবাচক সংবাদ পরিবেশন করা। এই তিনটি চ্যালেঞ্জ যদি আমরা মোকাবিলা করতে পারি তাহলে বাংলাদেশের এই মর্যাদাকর অবস্থান ধরে রাখা সহজ হবে।’
মঙ্গলবার সচিবালয়ের পিআইডি ( প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মলনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বের হয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে ও আন্তর্জাতিক বিশ্বে মর্যাদা বাড়বে। যেকোনও দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। দেশের স্বার্থে রাজনৈতিক বিশৃঙ্খলা পরিহার করা উচিত। আমাদের দেশের বিরোধী দলগুলো এ বিষয়টি মনে রেখে আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি পালন করবে বলে আমার বিশ্বাস।’
‘বাংলাদেশের এই উন্নয়ন ও অর্জন একদিনে অর্জিত হয়নি। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে সরকারের ধারাবাহিকতা। বর্তমান সরকারের এই ধারাবাহিকতা অন্তত আরও এক মেয়াদ ধরে রাখতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, `১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের উন্নয়নের চাকা পেছনের দিকে ঘুরেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার রাজনৈতিক কমিটমেন্ট, তার দৃঢ় নেতৃত্ব, সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন আজ এই অর্জন এনে দিয়েছে। এই অর্জনের পেছনে মাঠের কৃষক, ঘাটের কুলি, কারখানার শ্রমিকসহ সর্বস্তরের মানুষের মেধা ও পরিশ্রম জড়িত।
এ কারণেই আগামী ২২ মার্চ দেশব্যাপী যে আনন্দ উৎসব পালন করা হবে সেখানে সফলতার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে সংবর্ধনা দেওয়া হবে। আমরা সে উৎসব কর্মকাণ্ডে দেশের সমস্ত মানুষকে আমরা যুক্ত করতে চাই। এই লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থা দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে যেখানে জনসমাগম রয়েছে সেই সব স্থানে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার বিশ্বাস সরকারের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করে দেশের সর্বস্তরের মানুষ এই দিনটি আনন্দমুখর পরিবেশে উদযাপন করবে।’
এ সময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক জাকির হোসেন, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বি ও ফায়জুল হক উপস্থিত ছিলেন।
কেআই/এসি
আরও পড়ুন