ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিএনপিকে হাছান মাহমুদ

আর কোনো আইনজীবী পেলেন না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৪২, ২৫ মার্চ ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশী আইনজীবী নিয়োগের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দেশের প্রতি ও মানুষের প্রতি আস্থা থাকলে তিনি বিদেশী আইনজীবী নিয়োগ দিতেন না। শুধু তাই নয়, এদেশের কোনো আইনজীবীর প্রতিও তার কোনো আস্থা নাই। খালেদা জিয়ার যে আইনজীবী তারা নিয়োগ দিয়েছেন তিনি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও আলী আহসান মুজাহিদের আইনি পরামর্শক ছিলেন। পৃথিবীতে আর কোনো আইনজীবী কী তারা পেলেন না? এর থেকে বুঝা যায়, জামায়াতের সঙ্গে তাদের সম্প্রীতি।
আজ ( বৃহষ্পতিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মহান স্বাধীনতা দিবস ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট` শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাপ ভাসানী ও মাওলানা ভাসানী ঐক্যজোট।
বিএনপির আচরণ তাদের দলের নামের অর্থকেই পরিবর্তন করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, BNP মানে এখন বাংলাদেশ নালিশ পার্টি। কারণ তারা কথায় কথায় বিদেশীদের কাছে নালিশ করে।
বিএনপির নালিশী রাজনীতির সমালোচনা করে ড. হাছান মাহমুদ আরও বলেন, ভাইয়ে ভাইয়ের ঝগড়ায় এলাকার চেয়ারম্যানকে সালিশ করলে ওই পরিবারের বদনামি হয়। আমাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকবে। তাই বলে কথায় কথায় বিদেশীদের কাছে নালিশ করলে দেশের বদনামি হয়।
হাছান মাহমুদ তার বক্তব্যের শুরুতে মুক্তযুদ্ধ পূর্ববর্তী রাজনীতির নানা দিক তুলে ধরেন। এসময় তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র বাংলাদেশে ১৯৭৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ। আশ্চর্যের বিষয় হলেও সত্য যে, আমরা এখনো এ প্রবৃদ্ধি অর্জন করতে পারিনি। গত অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৭.২ শতাংশ।
বঙ্গবন্ধুর শাসনামলের নানা দিক তুলে ধরে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যে কাজটি করে যেতে পারেননি তা তার মেয়ে করে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মদিনে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র ঘোষণা করেছে। একটি জাতির জন্য এটি অনেক বড় অর্জন। অথচ এই অর্জনে বিএনপি সরকারকে বা জাতিকে অভিনন্দন জানায়নি।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ কে উদ্দেশ্য করে বলেন, মওদুদ আহমেদ সাহেব অনেক বড় ব্যারিস্টার। তিনি মৃত ব্যাক্তির নামে পাওয়ার অব এ্যাটর্নি নিতে পারেন।  তিনি ভালো পড়ালেখা জানা। তবে আমার ধারণা তিনি বয়সের কারণে পড়ালেখা ভুলে যাচ্ছেন।
ব্যারিস্টার মওদুদ আহমেদের সাংবাদিকদের কাছে করা এক মন্তব্যকে ইঙ্গিত করে হাছান মাহমুদ আরও বলেন, তিনি অভিযোগ করেছেন দেশে ২৭ লাখ বেকার আছে। অর্থাৎ মোট জনসংখ্যার তুলনায় এটি ১.৬ শতাংশ। পক্ষান্তরে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের সংখ্যা ৭-৮ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে বেকারত্বের সংখ্যা এর চাইতে বেশি। মওদুদ সাহেবের বরং সরকারকে ধন্যবাদ দেওয়া  উচিত দেশে বেকারের সংখ্যা কম হওয়ায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুন সরকার রানা প্রমুখ।
আআ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি