ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘জাতিসংঘের স্বীকৃতির পরই রিপোর্ট প্রকাশ কেনো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২৫ মার্চ ২০১৮

জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতার স্বীকৃতি দেওয়ার পর দেশের গণতন্ত্র নিয়ে জার্মান সংস্থার রিপোর্ট প্রকাশকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই মুহূর্তেই জার্মান সংস্থা কেনো এই রিপোর্ট প্রকাশ করলো?

রোববার সকাল পৌনে ১১টায় মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) তিনটি বাস সার্ভিস উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশকে `স্বৈরতান্ত্রিক` দেশ আখ্যায়িত করে দেওয়া জার্মান গবষেণা প্রতিষ্ঠান `বেরটেলসম্যান স্টিফটুং`-এর প্রতিবেদন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারা পাকিস্তানের দোসর ও বন্ধু।

এর আগে উত্তরায় সার্কুলার বাস, সদরঘাট থেকে ঢাকার দিকে ৩টি বাস এবং খিলক্ষেত থেকে মতিঝিলে অফিস যাত্রীসেবা বাসের উদ্বোধন করেন মন্ত্রী।

মন্ত্রী বিআরটিসির গাড়ি বহর বৃদ্ধির খবর জানিয়ে বলেন, ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটে ৫শ’ট্রাক, ২শ` ডাবল ডেকার, ১শ’ নন এসি বাসের অচিরেই টেন্ডার হবে। অক্টোবরের মধ্যেই এসব বাস রাস্তায় নামবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি