ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্বাধীনতা দিবস উপলক্ষে বাসদের পুষ্পমাল্য অর্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২৬ মার্চ ২০১৮

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল সোয়া ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে জমায়েত হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ উপলক্ষে যাত্রা করে সকাল ৯.৩০টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাসদ ঢাকা নগর সদস্য সচিব জুলফিকার আলী, নগর নেতা আবদুর রাজ্জাক, খালেকুজ্জামান লিপন, কৃষিবিদ ড. শামসুল হোসেন, আহসান হাবিব বুলবুল, শামসুন্নাহার জ্যোৎস্না, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি