ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২৭ মার্চ ২০১৮

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ খুলনা শহরের এক‌টি বা‌ড়ি থেকে তাকে গ্রেফতার করে। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

জানা গেছে, ২৬ মার্চ সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে পৌর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হন। পরে সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের জানান, মোবাইল কল ট্রাকিং করে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে খুলনার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা পরে জানানো হবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি