ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২৭ মার্চ ২০১৮

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় অনুষ্ঠিতব্য দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক স্থগিত করা হয়েছে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এবং আগামী ২৯ মার্চ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ইস্যুতে এ বৈঠক হওয়ার কথা ছিল।

দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য এবং যুগ্ম মহাসচিবদের এ বৈঠকটি অনিবার্য কারণ বশত স্থগিত করা হলো।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সমাবেশের অনুমতি প্রসঙ্গে আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করেছেন বিএনপির তিন নেতা। এ সময় তারা একটি লিখিত আবেদন দিয়েছেন বলে জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি