বঙ্গবন্ধু পাকিস্তানের কাঁদা গায়ে মাখেন নি: আমু
প্রকাশিত : ১৭:৪৭, ২৭ মার্চ ২০১৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইচ্ছা করলেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বড় পদবি দখল করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। পাকিস্তানের কাঁদা গায়ে মাখেন নি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের মুক্তি চেয়েছেন, তিনি প্রধানমন্ত্রিত্ব চাননি। তিনি বলেন, বঙ্গবন্ধুর ছয় দফার মধ্যেই ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার মূলমন্ত্র। কিন্তু এ ৬ দফা পাকিস্তানিরা মেনে নিতে পারেনি, বরং তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরোও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছেন তা বাস্তবায়ন করে না যেতে পারলেও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার স্বপ্ন পূরণ হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন তোফায়েল আহমেদ, ফজলুল করিম সেলিম প্রমুখ।
/ এআর /
আরও পড়ুন