ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘খালেদার আইনজীবী প্যানেল থেকে মওদুদের সরে দাঁড়ানোর খবর অসত্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২৭ মার্চ ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেল থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সরে দাঁড়ার খবর সত্য নয় বলে দাবি করেছে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। তারা এ ধরনের খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতির কক্ষে আইনজীবীরা এক সংবাদ সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী, সমিতির সাধারণ সম্পাদক  ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া।
প্রসঙ্গত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে ‘মওদুদকে সরে দাঁড়াতে বললেন খালেদা জিয়া’শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই খবরের নিন্দা জানিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার আইনজীবী প্যানেল থেকে মওদুদের সরে দাঁড়ানোর খবরটি সত্য নয়।
জয়নুল আবেদীন বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে আজ  মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। সেদিন আমরা ছয়জন আইনজীবী বেগম জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলাম। তাদের মধ্যে সবাই (ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া) আজ  উপস্থিত আছি। ব্যারিস্টার মওদুদ একজন সিনিয়র আইনজীবী। তার অনেক সুনাম আছে। অথচ বিএনপিকে দ্বিধাবিভক্ত করতে এ ধরনের নিউজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বেগম জিয়াকে আমরা কো-অর্ডিনেট করছি। আমরা দেশের সর্বোচ্চ আদালতে নির্বাচিত (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে) হয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেদিন মওদুদ আহমদ অন্য একটি অনুষ্ঠানে ছিলেন, তাই দেখা করতে যেতে পারেননি। আমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের অভিনন্দন জানান। আমরা যেভাবে তার মামলা চালাচ্ছি, সেভাবে মামলা চালিয়ে যেতে তিনি আমাদের পরামর্শ দেন। তিনি (খালেদা জিয়া) বিশ্বাস করেন, রাজনৈতিকভাবে হস্তক্ষেপ না করলে তিনি মুক্তি পাবেন। আমরাও তা-ই মনে করি। কিন্তু এ ধরনের নিউজ করলে পত্রিকার ওপর মানুষের আস্থা থাকবে? এটা কি ওই সাংবাদিককে খালেদা জিয়া বলেছেন, মওদুদকে সরে যেতে?
মওদুদ আহমদ প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, ‘মওদুদ আহমদ একজন জ্যেষ্ঠ আইনজীবী। তার কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে, শিখছি। এমন একজন আইনজীবীকে খালেদা জিয়া কীভাবে সরে যেতে বলতে পারেন?’
খালেদা জিয়ার আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার ভেবেছিল বেগম জিয়াকে তারা জেলে নেবে। তারপর নেতাকর্মীরা এর প্রতিবাদে জ্বালাও-পোড়াও করবে এবং তারা এর অভিযোগে তাদের (বিএনপি নেতাকর্মীদের) জেলে ভরবে। কিন্তু তা হয়নি। এজন্য সরকার খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের নিউজ করিয়েছে।’
ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সেদিন যারা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেদিন যারা সেখানে ছিলেন, আজ এই সংবাদ সম্মেলনেও তারা উপস্থিত আছেন। তাদের প্রত্যেকেই সিনিয়র আইনজীবী। তাদের মধ্যে জুনিয়র শুধু আমি ছিলাম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তিনি (খালেদা জিয়া) একথা বলেনি। সরকারের বিভিন্ন এজেন্সি তথ্য দিয়ে এসব নিউজ করিয়েছে। খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে আমরা আইনজীবীরা একত্রিত থাকবো। এক্ষেত্রে কোনও আপস চলবে না।’
সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘খালেদা জিয়ার মামলায় সামগ্রিকভাবে যারা আছি, তারাই এ মামলা পরিচালনা করবো।’
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি