ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন: তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২৭ মার্চ ২০১৮

দেশের স্বাধীনতা আর অর্থনৈতিক মুক্তি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদমঙ্গলবার কৃষিবিদ ইস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত ‘স্বাধীনতা দিবস জাতীয় দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগ নেতারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের শোষকদের হাত থেকে এ দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধু দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করেছেন। ওই সময় বার বার তিনি গ্রেফতার হয়েছেন। আবার মুক্ত হয়েছেন, আবার গ্রেফতার হয়েছেন। তারপরও তিনি আন্দোলন থামান নি। এ দেশের মানুষকে মুক্ত করা তার লক্ষ ছিল, দেশের অর্থনৈতিক মুক্তি তার স্বপ্ন ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি