ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ফখরুল-মওদুদরা রাজনীতির কাক : হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:১৮, ২৮ মার্চ ২০১৮

বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বন্দুক উঁচিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান। আর উচ্ছিষ্ট ছিটিয়ে রাজনীতির কাকদের ডেকে এনেছিলেন। মির্জা ফখরুল-মওদুদ এরা সবাই রাজনীতির কাক। মির্জা ফখরুল আগে বাম রাজনীতি করতেন। তার বাবা যুদ্ধাপরাধীদের ঘনিষ্ট ছিলেন। আর মওদুদের বহু ঘাটের জল খাওয়ার অভিজ্ঞতা আছে। আবার বিএনপির মধ্যে কেউ কেউ আছে `হঠাৎ বিএনপি`। কারণ, তারা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
তিনি আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বিএনপি দুর্নীতিবাজদের জন্য নিরাপদ আখড়া দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, দলে দুর্নীতিবাজদের নিরাপদে রাখতেই বিএনপি তাদের গঠণতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে। এদেশে যারা দুর্নীতি করে, ৭ ধারা বাতিল হওয়া তাদের জন্য সুসংবাদ।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়া এ দু`জনকে রক্ষা করার জন্যই বিএনপির রাজনীতি। তাদের কথামতোই বিএনপি চলে। যদিও বা নেতা অনেক তবে সবাই অস্থায়ী। খালেদা জিয়া ও তারেক জিয়া ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সব নেতাও অস্থায়ী।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ এ সময় বলেন, আপনি বলেছেন আপনাদের নেত্রীকে ছাড়া নির্বাচনে আসবেন না। আমিও চাই, আপনারা আপনাদের নেত্রীকে নিয়ে নির্বাচনে আসুন। তবে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। তাহলে দেশবাসী দাঁতভাঙ্গা জবাব দেবে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি