ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লিপ সার্ভিস দিয়ে ভোট পাওয়া যাবে না : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৮ মার্চ ২০১৮

লিপ সার্ভিস দিয়ে এখন আর ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে। তিনি বলেন, মানুষ এখন ইলেকশনের মুডে আছে, আন্দোলনের মুডে নয়। লিপ সার্ভিস দিয়ে এখন আর ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে উন্নয়ন দেখাতে হয়, কাজ দেখাতে হয়। বিএনপির এমন কোনো কাজ নাই যা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে।
তিনি আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি না দেওয়ার অভিযোগকে অবান্তর দাবি করে ওবায়দুল কাদের বলেন, গতকালও তারা (বিএনপি) স্বাধীনতা দিবসের র‌্যালি করেছে। অথচ যানজট হবে বলে আমরা সরকারি দল এই র‌্যালি করিনি। অনুমতি না দিলে এই র‌্যালি তারা কীভাবে করলো?
আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। কিন্তু এখনও অনুমতি মেলেনি দলটি। অনুমতি পেতে গতকাল মঙ্গলবার দলটির তিন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রবলেম তো এখানেই, তাদের (বিএনপি) অনুমতি না দিলে সরকার গণতন্ত্র হরণ করেছে। আর অনুমতি দিলেই তারা (বিএনপি) বলে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে। এখন সরকার কোন দিকে যাবে? এটাই তো বিএনপির ন্যাচার। এভাবেই তো তারা কথা বলছে।
ওবায়দুল কাদের বলেন, অনুমতি পেলে তারা কি বলবেন সরকার বাধ্য হয়েছে? তারা এমন কী বাংলাদেশে মহাপ্লাবন ঘটিয়েছেন রাজপথে যে, সরকার বাধ্য হবে। সেই সামর্থ্য ও সক্ষমতা কি বিএনপি গত ৯ বছরে ৯ মিনিটের জন্য দেখাতে পেরেছে? সামনে তো প্রশ্নই আসে না।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি