ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২ এপ্রিল ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দীন দিদার।

ভর্তির পরপরই মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে বলে জানান দিদার। তিনি আরো জানান, মহাসচিব অসুস্থ বোধ করলে তাঁকে ইউনাইটেট হাসপাতালে নেওয়া হয় এবং ভর্তি করা হয়।

মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেও জানান শামসুদ্দিন দিদার।

এদিকে পরিবার সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মাও অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি আছেন।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি