ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপির রাজনীতি ভাঙা রেকর্ড বাজানো : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২ এপ্রিল ২০১৮

বিএনপির রাজনীতি এখন ভাঙা রেকর্ড বাজানোর মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপি ভেবেছিল সারাদেশে আন্দোলনের জোয়ার আসবে। কিন্তু কোথাও কোনো আন্দোলন হয়নি। আসলে জনগণ যখন নির্বাচনের মুডে তখন আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে এটা দুঃস্বপ্নের নামান্তর বলেই আমি মনে করি।
তিনি বলেন, আওয়ামী লীগের কিছু ভুলত্রুটি আছে। আকাশের চাঁদেরও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ তো একটা সরকার, আমাদের ভুলত্রুটি কিছু থাকতেই পারে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিস্কার।
বিএনপি এমন কোনো কাজ করেনি যা দেখে জনগণ নির্বাচনে তাদের জয়ী করবে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করবে।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি