মির্জা ফখরুলের এনজিওগ্রাম সম্পন্ন
প্রকাশিত : ১১:০০, ৩ এপ্রিল ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ বোধ করলে তাকে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ফখরুলের অসুস্থতার খবরে সকাল থেকেই তার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান অনেকে। কেমন আছেন তিনি?
বিএনপি মহাসচিবের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সাইফুল ইসলাম রিংকু জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে দুটি বিদেশি দূতাবাসের প্রতিনিধি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছাড়া প্রায় সবাই আসছিলেন হাসপাতালে। ভাইস চেয়ারম্যান মো. শাজাহানসহ দলের অনেক নেতা এসেছিলেন। এছাড়াও বঙ্গবীর কাদের সিদ্দিকিও বিএনপি মহাসচিবকে দেখতে যান।
এসএইচ/
আরও পড়ুন