খালেদা জিয়া অধিকার বঞ্চিত হচ্ছেন: ফখরুল
প্রকাশিত : ১৫:৪৯, ৫ এপ্রিল ২০১৮
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে সেবা নিতে সুযোগ না দেওয়ায় তিনি ‘অধিকার বঞ্চিত’ হচ্ছেন। সরকার চায় না তার (খালেদা জিয়া) সঠিক চিকিৎসা হোক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এক পর্যায়ে এই অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়ার যে ন্যূনতম প্রাপ্য অধিকারগুলো, তা থেকে বঞ্চিত করা হচ্ছে। তার যখন ডিভিশন প্রাপ্তির কথা ছিল, প্রথম কয়েকদিন তাও দেওয়া হয়নি। তাকে পরিত্যক্ত নির্জন একটি কারাগারে আটক রাখা হয়েছে। একটি সভ্য দেশে এমন কোনও নজির খুঁজে পাওয়া যাবে না।
বিএনপির মহাসচিব বলেন, তার ব্যক্তিগত চিকিৎসকদের সেবা নিতে যে আচরণটি করা হচ্ছে, তাতে এটা পরিষ্কার যে— সরকার খালেদা জিয়র সঠিক চিকিৎসা করতে দিতে চায় না। এর একটি মাত্র কারণ তারা তাকে ভয় পায়।
দুই জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে বিএনপির বৃহত্তর ঐক্যের প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, এখনও সময় আসেনি। রাজনীতির প্রত্যেকটি জায়গার একটা সময় আছে। আমরা কথা বলছি, কথা চলছে। সবাইকে দেশের ও গণতন্ত্রের স্বার্থে একটা জায়গায় আসতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অংশ। ইতিহাস যদি দেখেন, সবসময় নির্বাচনকে আন্দোলনের হাতিয়ার হিসেবে নেওয়া হয়েছিল। এজন্য স্থানীয় সরকার নির্বাচনগুলোকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এর মাধ্যমে আমরা জনগণের কাছে যেতে পারছি, আমাদের কথা তুলে ধরতে পারছি।
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ হবে-প্রত্যশার কথা জানতে চাইলে তিনি বলেন, আমরা সবসময় প্রত্যাশা করি একটি ভালো নির্বাচন হওয়া উচিত। কিন্তু কখনও সেটি হয় না। যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে তাদের কোনও ক্ষমতাই নেই। তারা ঠুটো জগন্নাথ। তাদের যে নির্দেশ করে তারা তাই করে।
এসএইচ/
আরও পড়ুন