ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ফখরুল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৫০, ৬ এপ্রিল ২০১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি কারাগারে পৌঁছান।

বিএনপি সূত্র থেকে জানা যায়, দলীয় প্রধানের চিকিৎসা, স্বাস্থ্য, মেডিক্যাল বোর্ড নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি গাজীপুর, খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিবের আলোচনা করতে পারেন। 

এর আগে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেছেন, ‘আমি পরিষ্কার করে একটি কথা বলি— দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে আমাদের (বিএনপির) এক নম্বর দাবি, এক নম্বর শর্ত। তারপর অন্য কিছু আলোচনা হবে। এর আগে আর কিছু নিয়ে আলোচনা করব না।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এসি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি