ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়া অবশ্যই সুচিকিৎসা পাবেন: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৭ এপ্রিল ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, একজন রাজনীতিবিদ, তিনি অবশ্যই সুচিকিৎসা সেবা পাবেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গেছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে তার চিকিৎসা সেবার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছি।

খালেদা জিয়াকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার যে দাবি বিএনপি করেছে সে সম্পর্কে তিনি বলেন, বিএসএমএমইউ হাসপাতালটি বাংলাদেশের প্রসিদ্ধ হাসপাতাল। এখানে সুচিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের ওপর আস্থা রাখুন, তিনি সুচিকিৎসা পাবেন।

তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি