ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিটি নির্বাচন

গাজীপুরে আ.লীগের মনোনয়ন পেলেন জাহাঙ্গীর, খুলনায় খালেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ৮ এপ্রিল ২০১৮

আসন্ন খুলনা সিটি কর্পোরেশনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেক ও গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন বোর্ডের এ সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে আওয়ামী লীগের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেন ।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ১৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। তবে যাচাই বাছাই শেষে আওয়ামী লীগের স্থানীয় সরকারের সর্বোচ্চ পরিষদ এই সিদ্ধান্ত নেন।

জানা গেছে, জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তালুকদার আব্দুল খালেক মোংলা-রামপাল আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি