ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

শোক জানিয়ে ফখরুলকে কাদেরের ফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১২ এপ্রিল ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে শোক জানিয়ে মির্জা ফখরুলকে ফোন করেন ওবায়দুল কাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ওবায়দুল কাদের ফোনে মির্জা ফখরুলকে সমবেদনা জানিয়ে বলেন, কিছুদিন আগে আমার মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা হারানোর শোক কেমন আমি জানি।

সেতুমন্ত্রী আরও বলেন, আপনার (মির্জা ফখরুল) প্রতি আওয়ামী লীগের সমবেদনা আছে। দ্রুত শোক কাটিয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো।

আপনার মাকে কোথায় সমাহিত করবেন ওবায়দুল কাদেরের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে
মারা যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে মির্জা ফখরুলে মায়ের মৃত্যুতে শো প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, এলডিপি সভাপতি অলি আহমেদ, আসম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকি, মাহমুদুর রহমান মান্না, আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি