বড় ভাই আজমতের নির্দেশনায় ভোট করবো : জাহাঙ্গীর আলম
প্রকাশিত : ১৬:১২, ১২ এপ্রিল ২০১৮
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, আজমত উল্লাহ খান আমার বড় ভাই। তিনি আমাদের গাইড করবেন। কীভাবে ভোটারদের ম্যানেজ করে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা যায় তা তিনি দেখবেন।
আজ বৃহষ্পতিবার গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান; যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ২০১৩ সালেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হতেন। কিন্তু ধর্মীয় উস্কানি দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করায় আওয়ামী লীগের প্রার্থীকে হারতে হয়। এবার সবকিছু ঠিক থাকলে আমরা লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করবো।
জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রতিপক্ষ দলের প্রার্থীকেও স্বাগত জানিয়েছি। গণতন্ত্রের ধারা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গাজীপুর সিটি নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে বলে আমার বিশ্বাস। নৌকার জয় হবে গাজীপুরে।
মনোনয়ন জমা দেওয়ার সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আআ/ এআর /
আরও পড়ুন