ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

আরপিও সংশোধনের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: হানিফ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১৩ এপ্রিল ২০১৮

নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের মতামতের ওপর ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ বা নির্বাচনী আইন) সংস্কারের প্রয়োজন আছে কি-না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।           

আরপিও সংশোধনের ক্ষেত্রে সরকারের কোন ভূমিকা নেই- এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।    

বিএনপি’র সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি ষড়যন্ত্র ও নেতিবাচক কথা ছাড়া কিছুই খুঁজে পায় না। খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডিত হওয়ার মধ্যদিয়ে বিএনপি জনগণের কাছে দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া সদর উপজেলার ঝাওদিয়া গ্রামে এক সমাবেশে যোগদান করেন। 

আর/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি