ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

খুলনার নির্বাচন ঘিরে নানা হিসেব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৫০, ১৬ এপ্রিল ২০১৮

খুলনা সিটি কপোরেশন নির্বাচন ঘিরে প্রাপ্তি-অপ্রাপ্তির নানা হিসাব কষছেন ভোটাররা। নগরীর সংকট সমাধানে যারা নিরলসভাবে কাজ করবেন তাদেরকেই ভোট দিয়ে নগরভবনে পাঠাতে চান খুলনাবাসী।

আগামী ১৫মে পঞ্চমবারের মতো হতে যাচ্ছে খুলনা সিটি কপোরেশনের ভোট। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে এবারের নির্বাচন।

১ জন নগরপিতা, ৩১ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করবেন ভোটাররা। নির্বাচনে পছন্দের প্রার্থীর পাশাপাশি এলাকার উন্নয়নের কথা মাথায় রেখেছেন ভোটাররা।

দক্ষ, যোগ্য ব্যাক্তিকেই নগরীর উন্নয়নের ভার দিতে চান নগরবাসী।

১৯৯০ সালের ৬ আগস্ট সিটি কর্পোরেশনে উন্নীত হয় দেশের তৃতীয় বৃহত্তম খুলনা নগরী।

এবার আওয়ামী লীগ থেকে মেয়র পদে নির্বাচন করছেন সাবেক এমপি তালুকদার আবদুল খালেক আর বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

নির্বাচনে এই দুই হেভিওয়েটের মধ্যে শক্ত প্রতিদ্বদ্বিতার আভাস মিলেছে নগরবাসীর সঙ্গে কথা বলে। তার দু’জনেরিই রাজনৈতিক পটভূমি অত্যন্ত মজবুত। জনপ্রতিনিধি হিসেবে দুজনে সফল ছিলেন।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি