একাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আ. লীগ
প্রকাশিত : ১৯:০৯, ১৬ এপ্রিল ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার (১৬ এপ্রিল) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির কো-চেয়ারম্যান মনোনিত হয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তওফিক ইমাম (এইচটি ইমাম) ও সদস্য সচিব হয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
কেআই/ এআর
আরও পড়ুন