উন্নয়নে নারীর ভূমিকা অব্যাহত রাখতে অপশক্তি রুখতে হবে
প্রকাশিত : ২০:১১, ২০ এপ্রিল ২০১৮
অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের লালনকারীদের দমন-বর্জনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পোশাক শিল্প বিষয়ক জাতীয় কমপ্লায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, তেঁতুলহুজুর ও রাজাকারদের নারীর মহাশত্রু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কল-কারখানায় সুস্থ ও নিরাপদ কর্ম-পরিবেশের জন্য মালিক, শ্রমিক, আন্তর্জাতিক শ্রম সংস্থা, সরকার ও ক্রেতা- এই পাঁচ অংশের সমন্বয় দরকার।
জাসদের সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়নের ধারা বজায় রাখতে রূপকল্প-২০২১ ও ২০৩০’র টেকসই উন্নয়ন লক্ষ্য এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতেই হবে।
সেজন্য তিনি তৈরি-পোশাকের ক্ষেত্রে দেশি ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী সকল `কমপ্লায়েন্স` মেনে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও রফতানি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতনতার ওপরও গুরুত্ব আরোপ করেন।
সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘`গণতন্ত্রের জন্য রাজনৈতিক যুদ্ধ আর বৈষম্যহীন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক যুদ্ধে জিততে হলে সঠিক সময়ে নির্বাচন করতে হবে এবং জঙ্গি-রাজাকার ও তাদের দোসরদের রাজনীতির বাইরেই রাখতে হবে।’
ইনস্টিটিউট অভ কমপ্লায়েন্স প্রফেশনালস্ আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকাস্থ জার্মান দূতাবাসের উপ-প্রধান মাইকেল শুলথিস বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুর রহমান, কার্নিভালের আহবায়ক শায়লা আশরাফ প্রমুখ বক্তৃতা করেন। বাসস
আরও পড়ুন