খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে বিএনপির শঙ্কা [ভিডিও]
প্রকাশিত : ২২:১৯, ২০ এপ্রিল ২০১৮
জন্ম-মৃত্যু বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের পর খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি।
শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ শঙ্কার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিন অভিযোগ করে বলেন, দুই সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশগ্রহণের সুযোগ করে দিতে চায় নির্বাচন কমিশন। ক্ষমতাসীনদের সুবিধা দিতেই কমিশন এমনটা করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।
রিজভী বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার যে নীল নকশা করছে, ওবায়দুল কাদেরের বক্তব্যই তার প্রমাণ।
এদিকে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সাংসদরা ভোট চাইলে, ক্ষমতাসীনরা বাড়তি সুবিধা পাবে।
জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় গাজীপুর ও খুলনা নগরীতে ভোট নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না।
দশম জাতীয় সংসদ নির্বাচনের মত আর কোনো ফাঁদে জনগণ পা দেবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
ভিডিও:
আরও পড়ুন