হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : উপমন্ত্রী জয়
প্রকাশিত : ২১:০৯, ২১ এপ্রিল ২০১৮
ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, ‘লন্ডনে তাকে যারা হেনস্তা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে হাই কমিশনের মাধ্যমে দেশে-বিদেশে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
‘তা না হলে ভবিষ্যতে বিদেশে মন্ত্রীদের সেমিনার সিম্পোজিয়ামে যোগদান করা কঠিন হবে।’
কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন উপলক্ষে লন্ডনে অবস্থানরত ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে হেনস্তা করার ঘটনা ঘটে গত বুধবার। ওইদিন স্থানীয় সময় বিকেলে ওয়েস্ট মিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, ওয়েস্টমিনস্টারের বার্কলেইজ ব্যাংকের সামনে বিএনপির কিছু নেতা-কর্মী উপমন্ত্রীকে ঘিরে রয়েছেন, উত্তেজিত অন্যদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।
ঘটনা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি ভিন্ন ভিন্ন বক্তব্য দিলেও ওই সময় বিএনপি সমর্থক দুজনকে পুলিশের গ্রেফতার করার কথা উভয় পক্ষই স্বীকার করেছেন।
উপমন্ত্রী জয় জানান, ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘তিনি সম্মেলনস্থলের বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন কয়েকজন এসে তার সঙ্গে আলাপচারিতা শুরু করে। এক পর্যায়ে তারা গালিগালাজ শুরু করে।
তিনি আরও জানান, ঘটনার সময় কয়েকজন তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের মধ্যে থেকে কেউ তখন পুলিশ ডাকে এবং পুলিশ এনে তাকে উদ্ধার করে।
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সায়েদ আহমদ সাদ, শামসুর ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন