ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বাড্ডায় ফখরু‌লের নেতৃ‌ত্বে বিএনপির বি‌ক্ষোভ মি‌ছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২২ এপ্রিল ২০১৮

‌বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে রাজধানী ঢাকার বাড্ডায় হো‌সেন মা‌র্কে‌টের সাম‌নে দ‌লের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের নেতৃ‌ত্বে বিক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হয়। আজ রোববার দুপুর ১২টার দিকে হোসেন মা‌র্কেটের সাম‌নে থে‌কে শুরু হ‌য়ে মিছিলটি মধ্য বাড্ডায় গি‌য়ে শেষ হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেন, বিএন‌পির চেয়ারপারসন‌ দেশ‌নেত্রী খা‌লেদা জিয়াকে রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসায় কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। তি‌নি গুরুতর অসুস্থ। তাকে সু‌চি‌কিৎসা দেওয়া হচ্ছে না। আমরা দেশ‌নেত্রীর মু‌ক্তি দি‌য়ে ইউনাইটেড হাসপাতা‌লে চি‌কিৎসা করার সু‌যোগ দেওয়ার দা‌বি কর‌ছি।

বিক্ষোভ মি‌ছি‌লে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহসভপতি মু‌ন্সি বজলুল বা‌সিদ আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পার‌ভেজ, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জু‌য়েল, জাসা‌সের সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি