ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৩ এপ্রিল ২০১৮

রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিএনপির একটি বিভোক্ষ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের ধাওয়া খাওয়ার পর বিএনপির নেতাকর্মী পালিয়েছে। রোববার দুপুর ২টার কিছু আগে বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া খবরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকের তথ্যও পাওয়া গেছে। তবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু নিশ্চিত করতে পারেনি।

এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান কায়েস ও তার ক্যামেরাম্যানকেও আটক করা হয় বলে তার সহকর্মী সাংবাদিকদের অভিযোগ।

বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ ছয়/সাতজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। মতিঝিল জোনের সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুরান পল্টন এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি