ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

তারেককে বাংলাদেশি পাসপোর্ট দেখানোর আহবান আ.লীগের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৩০, ২৩ এপ্রিল ২০১৮

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশি পাসপোর্ট দেখানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে ডাকযোগে বাংলাদেশের পাসপোর্ট স্যারেন্ডার করেছেন তারেক রহমান। তার কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলে দেখাতে বলেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু প্রমুখ।

প্রসঙ্গত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন, তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ করে যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়েছেন। এর প্রতিবাদে তারেক রহমান আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। 
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি